বাদামের গুণ

প্রকাশঃ মে ২৪, ২০১৫ সময়ঃ ৩:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৬ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

badam 1বাদাম একটি খুবই উপকারী ফল। নিয়মিত বাদাম খেল অনেক উপকৃত হওয়া যায়। প্রস্টেট গ্ল্যান্ডের জন্য বাদাম দারুণ উপকারী।

কাঁচা, ভাজা ও শুকিয়ে খাওয়া যায় বাদাম। এতে গুণাগুণের কোন পরিবর্তন হয় না।বাদামে আছে প্রচুর আয়রন, ক্যালসিয়াম ও প্রোটিন। সুস্থ্ থাকার জন্য এসব উপাদান খুবই দরকারি।

বাদামে আছে মনোস্যাচুরেটেড ফ্যাট। এটি হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ভালো রাখে। নিয়ন্ত্রণ রাখে রক্তের ট্রাইগ্লিসাইড। মানুষের হৃদরোগের সম্ভাবনা তখনই বাড়ে যখন রক্তে ট্রাইগ্লিসাইডের মাত্রা বেড়ে যায়।

জীবনের একটি পর্যায়ে মানুষের ত্বকে বলিরেখা পরে। বাদামে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা বলিরেখা প্রতিরোধ করে। বাদাম ক্যান্সার রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনেকের দাঁত ও মাড়ি দিয়ে পুঁজ-রক্ত পড়ে। নিয়মিত বাদাম খেলে দাঁত সুস্থ থাকে। পুঁজ-রক্ত পড়া ভালো হয়।

ওজন নিয়ন্ত্রণেও দারুণ ভূমিকা রাখে বাদাম। নিয়মিত বাদাম খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G