বার কাউন্সিল নির্বাচন স্থগিত
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার হাইকোর্ট এ স্থগিতাদেশ দেন।
দুটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কাজী রেজাউল হক ও আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন।
আগামী ২৭ মে বার কাউন্সিল নির্বাচনের ভোট হওয়ার কথা থাকলেও ভোটার তালিকা ও ভোট পদ্ধতি নিয়ে আপত্তি ওঠায় এ আদেশ দেন আদালত।
গত ৯ এপ্রিল ভোটার তালিকা প্রকাশ করা হয়, যাতে কাউন্সিলের ভোটার সংখ্যা দেখানো হয় ৪৮ হাজার ৪৬৫ জন। তবে এ তালিকায় ‘অস্পষ্টতা ও একই নাম একাধিকবার’ থাকার কথা জানিয়ে নির্বাচিত পাঁচ সদস্য এবং ১০১ জন আইনজীবী গত ২৯ এপ্রিল আলাদাভাবে আপত্তি জানায়। রিট আবেদনে অভিযোগ ছিল, নির্বাচনের ৩০ দিন আগে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের নিয়ম থাকলেও তা করা হয়নি।
প্রতিক্ষণ/এডি/নুর/বাদল