‘ বার্ডস ম্যান ’ শেখর

প্রকাশঃ জানুয়ারি ৬, ২০১৭ সময়ঃ ৮:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

indias-birdmans-joseph-sekar-02

চেন্নাইয়ের বাসিন্দা সি. শেখর। পেশায় ক্যামেরা ম্যাকানিক ৬২ বছর বয়সী এই মানুষটি এখন আলোচিত পুরো শহর জুড়ে। কারণ, প্রতিদিন প্রায় ৪ হাজার টিয়া পাখির দেখা মিলে ‘ বার্ডস ম্যান ’ খ্যাত শেখরের বাড়িতে। ২৫ বছর ধরে শেখরের ক্যামেরা বাড়িতে খাবার খেতে আসছে এই টিয়া পাখিগুলো।birdman-sekar-01

কাঠের তক্তার উপর সারি সারি করে টিয়া পাখিগুলোকে খাওয়ানোর আয়োজন করে থাকে শেখর। এতে তার প্রতিদিন ব্যায় হয় প্রায় ৩০কিলো চাল। আপ্যায়নে সময় লাগে পাঁচ ঘন্টা।

এ বিষয়ে শেখর জানায়,এইসব জীবন্ত প্রাণীর জন্য নিজের মধ্যে আধ্যাত্মিক সন্তুষ্টি মিলে। পাখিগুলোর জন্য এতটাই চিন্তা হয় যে, কোথাও ভ্রমণে গেলে দ্রুত ফিরে আসি যাতে তাদের ভোজনের কোন সমস্যা না হয়।পাখিগুলো আমাকে খুব ভালোভাবে চিনে। একদিন আমি ভ্রমণে ছিলাম, আমার এক বন্ধু পাখিগুলোকে খাবার দিয়েছিলো। কিন্তু পাখিগুলো সেই খাবার খায় নি।

পাখির খাবারের জন্য শেখর তার আয়ের ৪০ শতাংশ ব্যায় করে থাকেন। যেদিন তিনি বেশি আয় করেন সেদিন, পাখিগুলোর জন্য বিশেষ ট্রিট হিসেবে আমেরিকান বেবি কর্ন এবং পেয়ারার ব্যবস্থা করে থাকেন।

পাখিগুলোকে হারিয়ে ফেলার শঙ্কা থেকে শেখর তার পুরনো বাড়িটি ছাড়তে একেবারেই নারাজ। পাখির প্রতি তার এই কার্যক্রম সবসময়ই চারিয়ে যেতে চান তিনি।

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G