বাস্তবায়ন নেই ফিডিং প্রকল্পের
জেলা প্রতিনিধি
গাইবান্ধার ১৩টি প্রাথমিক বিদ্যালয় ‘‘স্কুল ফিডিং’’ প্রকল্পের নামে একটি জরিপ কাজ গত তিন বছর আগে হলেও তা অদ্যবধি বাস্তবায়নের মুখ দেখেনি।
তথ্য সূত্রে জানা যায়, সাদুলাপুর উপজেলা ১১টি ইউনিয়নের মোট ১৩টি বিদ্যালয়কে স্কুল ফিডিং প্রকল্পের অধীনে ২০১২-২০১৩ অর্থ বছরে জরিপ করা হয়। জরিপকৃত বিদ্যালয়গুলো হলো- হবিবুলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, জামালপুর, এনায়েতপুর, খোর্দ্দ রসুলপুর, কাজীবাড়ী, ইদ্রাকপুরসহ আরো একাধিক বিদ্যালয় আছে। জরিপ কাজ করার পর থেকে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।
এ দিকে পার্শ্ববর্তী উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রকল্প চালু থাকায় শিক্ষার্থীরা নানাভাবে প্রধান শিক্ষকদের প্রশ্নবিদ্ধ করতে থাকে। অভিভাবক ও সচেতন মহল মনে করেন স্কুল ফিডিং প্রকল্প চালু হলে ঝড়েপড়া বিদ্যালয়গামী শিক্ষার্থীদের সংখ্যা কমে যাবে। এ বিয়য়ে সাদুলাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের হাতে কিছু করার নেই। বিষয়গুলি প্রকল্প পরিচালক (পিডি) দেখবেন।
প্রতিক্ষণ/এডি/এআরকে