বাড়ি তৈরিতে মাত্র দুদিন!

প্রকাশঃ জুলাই ১, ২০১৫ সময়ঃ ৫:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

robotবাড়ির শখ সবারই আছে! কিন্তু বাড়ি তৈরি করা তো আর চাট্টিখানি কথা নয়। এর জন্য অর্থ যেমন লাগে, তেমনি লাগে দীর্ঘ সময়। কিন্তু এত কম সময়ে বাড়ি নির্মাণ!হ্যাঁ পশ্চিম অস্ট্রেলিয়ার এক গৃহনির্মাতা প্রতিষ্ঠান সম্প্রতি ঘোষণা দিয়েছে, তাদের কাছে আছে এমন এক রোবট, যা মাত্র দুদিনের মাথায় তৈরি করে দিতে পারে একটি সম্পূর্ণ বাড়ি।

ফাস্টব্রিক রোবটিকস নামক প্রতিষ্ঠানটি আশা করছে, সামনের দুই বছরের মধ্যেই তারা বাণিজ্যিকভাবে রোবটটি উৎপাদন শুরু করতে পারবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাইক পাইভাক ম্যাশেবল অস্ট্রেলিয়াকে এ তথ্য জানিয়েছেন।

প্রায় সাত লাখ অস্ট্রেলিয়ান ডলার ব্যয়ে নির্মিত রোবটটির নামকরণ করা হয়েছে নির্মাণকাজ চালানোর জন্য বিখ্যাত রোমান সম্রাট হাড্রিয়ানের নামে, প্রতিষ্ঠানটির চিফ টেকনিক্যাল অফিসার পাইভাকের তত্ত্বাবধানে তৈরি এই রোবট থ্রিডি প্রযুক্তির সাহায্যে কোনো মানুষের সাহায্য ছাড়াই বাড়ি তৈরি করতে পারবে। সে সঙ্গে বাড়ির দরজা-জানালাসহ অন্যান্য খুঁটিনাটি দিকও ঠিক থাকবে। একটি সাধারণ বাড়ি তৈরি করতে যেখানে প্রায় ১৫ হাজার ইট আর পাঁচ থেকে ছয় সপ্তাহ সময় লাগে, সেখানে হাড্রিয়ান নামের এই রোবট মাত্র দুদিনেই সম্পূর্ণ কাজ শেষ করতে পারবে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G