বি চৌধুরী-নাজমুল হুদা উপস্থিত সম্মেলনে

প্রকাশঃ অক্টোবর ২২, ২০১৬ সময়ঃ ৪:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৫ অপরাহ্ণ

awamiligবিএনপি অংশ না নিলেও দলটির ‘বিকল্পধারা’ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়েছে।
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পাশাপাশি শনিবার সোহরাওয়ার্দী উদ‌্যানে ক্ষমতাসীন দলের সম্মেলনে যোগ দেন বিএনপির বহিষ্কৃত নেতা নাজমুল হুদাও।

বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব বি চৌধুরীর দল ‘বিকল্পধারা’ আওয়ামী লীগ সরকারের সমালোচনামুখর। বিএনপি জোটে না গেলেও তাদের বিভিন্ন কার্যক্রমে সমর্থন রয়েছে দলটির।

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে ‘বাংলাদেশ জাতীয় জোট’ নামে নতুন দল গঠনকারী নাজমুল হুদা আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলে যোগ দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

আওয়ামী লীগের সম্মেলেনে ১৪ দলীয় জোটের বাইরে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপদেষ্টা পরিষদের সদস‌্য মনজুরুল আহসান খান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব যোগ দেন।

১৪ দলীয় জোট নেতাদের মধ‌্যে ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাসদের আরেক অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ন্যাপ নেতা এনামুল হক, তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী প্রমুখ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G