বিএনপির ৫৭ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশঃ জুলাই ২৭, ২০১৫ সময়ঃ ৮:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

kusকুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫৭ নেতা-কর্মীকে অভিযুক্ত করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি পোড়ানো মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ।
ইবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এসএম কামরুজ্জামান তদন্ত শেষে গত বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এর আগে ২৭ জানুয়ারি ইবি থানার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা এলাকায় একটি ট্রাকে পেট্রোলবোমা হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এজাহারে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসন সরকারসহ ১২ নেতাকর্মীকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। এ ছাড়া দীর্ঘদিন কারাগারে থেকে জামিনে আসা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ৪৫ নেতাকর্মীকে অভিযুক্ত দেখানো হয়েছে।
মামলার চার্জশিটের প্রতিক্রিয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, ‘বিএনপিকে দুর্বল করতে মিথ্যা মামলায় আদালতে চার্জশিট দেওয়া হয়েছে ।’

প্রতিক্ষণ/এডি/মেহেদী

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G