বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
জেলা প্রতিবেদক
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে মামুন (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মামুন ডাঙ্গেরপাড়া গ্রামের মোহ আলীর ছেলে। এ ঘটনায় আলিম নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বিএসএফের হেফাজতে চিকিৎসাধীন আছেন। আলিম একই গ্রামের কায়েম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে দৌলতপুর উপজেলার ডাঙ্গেরপাড়া গ্রামের চার-পাঁচজন যুবক ভারতীয় সীমানায় প্রবেশ করেন। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকারপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্য তাদের লক্ষ্য করে চার-পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে মামুন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। মামুনের মরদেহ তার সহযোগীরা বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা আবারো গুলি চালালে আলিম আহত হন। আহত আলিমকে ভারতের লোকজন ধরে নিয়ে বিএসএফের কাছে সোপর্দ করেছে।
এ ব্যাপারে বিজিবির-৪৭ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আজাদ জানান, গুলিবিদ্ধ এক বাংলাদেশির মরদেহ ভারতীয় ভুখণ্ডে পড়ে আছে বলে খবর পেয়েছি। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রতিক্ষণ/এডি/এফটি