বিচিত্র গাড়ির জাদুঘর
প্রতিক্ষণ ডেস্ক:
ভারতের অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দ্রাবাদের সুধা কার জাদুঘর। এখানে রয়েছে ক্যামেরা, বিছানা, কম্পিউটার, পাখির খাঁচা, ব্যাট-বলসহ বিভিন্ন জিনিসের আদলে তৈরী বিচিত্রসব গাড়ি, যা অনেকের কল্পনারও বাইরে।
এই জাদুঘরে ৪২ ধরনের, রকমারি গাড়ি ছাড়াও রয়েছে ৫০ ধরনের বাইসাইকেল ও ট্রাইসাইকেল। এছাড়াও রয়েছে ১২ ধরনের মোটর সাইকেল।
বিশ্বের সবচেয়ে বড় গাড়িটিও কিন্তু রয়েছে সুধা কার জাদুঘরে। লন্ডনের ডাবল ডেকার বাসগুলোর চেয়েও প্রায় দ্বিগুণ উঁচু ২৬ ফুট উচ্চতা আর ৫০ ফুট দৈর্ঘ্যের এই গাড়িটি জাদুঘরের অন্যতম আকর্ষণ।
জাদুঘরটির মালিক সুধাকর যাদব। ১৪ বছর বয়স থেকেই বিচিত্র গাড়ি বানানোর নেশায় পেয়ে বসে তাকে। সেই থেকেই নিত্য নতুন আদলের গাড়ি বানিয়ে যাচ্ছেন তিনি। নিজের বানানো গাড়িগুলো প্রদর্শনের জন্য গড়ে তুলেছেন এই জাদুঘর।
এ বিষয়ে সুধাকর বলেন, এখানকার ৮০ থেকে ৯০ ভাগ গাড়ি যানবাহনের বিভিন্ন উপাদান দিয়ে তৈরী করা হয়েছে। প্রত্যেকটি গাড়ির গতিবেগ ঘন্টায় ৪০-৫০কিলোমিটার।
বাজারে এই গাড়িগুলোর মূল্য ৩ থেকে ৪ লাখ টাকা থেকে শুরু । তবে, জাদুঘরে এই গাড়িগুলোর মূল্য শুরু ২৫ হাজার টাকা থেকে। কিন্তু এই গাড়িগুলো বিক্রি করা হয় না। অসাধারণ এই জাদুঘরটির জন্য লিমকা বুক অফ রেকর্ড, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে সুধাকরের। প্রতিদিন হাজারো মানুষ ছুটে আসে তার এই গাড়িগুলো দেখার জন্য ।
প্রতিক্ষণ/এডি/এস.আর.এস