বিজিবির হাত থেকে আসামি পালিয়ে ভারতে

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৫ সময়ঃ ৩:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম  

download (4)হিলি সীমান্তের বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প থেকে ওবায়দুর রহমান (৪০) নামের এক চোরাকারবারী হাতকড়া পড়া অবস্থায় পালিয়ে ভারতে চলে যায়। সোমবার সকালে এ ঘটনাটি ঘটে। ওবায়দুর রহমান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা সদরের চান মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সকালে সীমান্তের কামালগেটের পাশ থেকে ভারত থেকে দেশে আসার সময় ওবায়দুর রহমানকে আটক করে দায়িত্বরত বিজিবি সদস্য। পরে বিজিবি হিলি সিপি ক্যাম্পে নিয়ে গিয়ে তার এক হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়। ওই হ্যান্ডকাপের সহিত দড়ি লাগিয়ে গাছের সঙ্গে পেঁচিয়ে রাখা হয়। সে অবস্থাতেই ওবায়দুর রহমান সুযোগ বুঝে গাছ থেকে দড়ি খুলে হাতকড়াসহ ক্যাম্প থেকে দৌড়ে পালিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যায়।

এদিকে এঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্পের গার্ড কমান্ডার নায়েক মোসাদ্দেক আলী ও সৈনিক করিমকে জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে। বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/রিজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G