ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় “বিজয় দিবস প্রদর্শনী ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২২” আজ ২৭ ডিসেম্বর বেলা ১২টায় মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স-এ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশ ওয়াটার পোলো দলের সমন্বয়ে লাল ও সবুজ দল গঠন পূর্বক ওয়াটারপোলো প্রতিযোগিতায় সবুজ দল ৭-৪ গোলে লাল দলকে হারায়। খেলা শেষে উভয় দলকেই পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করেন।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশ এর উর্দ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র : বাংলাদেশ সুইমিং ফেডারেশন।