‘বিজয় দিবসে হরতাল প্রত্যাহার’

প্রকাশঃ মার্চ ২৫, ২০১৫ সময়ঃ ৩:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২১ অপরাহ্ণ

moin khanগত ৬ জানুয়ারি থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

এরসাথে শুক্র ও শনিবার বাদে সপ্তাহের বাকিদিন গুলোতে চলছে হরতাল। দীর্ঘদিন পর এবার ব্যাতিক্রম ঘটলো।

২৬ মার্চ সামনে রেখে অবশেষে তাতে বিরতি দিয়ে বুধবার হরতাল দিচ্ছেনা বিএনপি জোট।

বুধবার সকালে বাংলাদেশস্থ সিঙ্গাপুর দূতাবাসে আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক বইতে স্বাক্ষরের পর সাংবাদিকদের একথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে মঈন খান বলেন, “এখনো মনোনয়ন জমা দেয়ার চারদিন বাকি আছে। এরমধ্যে জানা যাবে বিএনপি এই নির্বাচনে যাবে কি যাবে না।”

স্বাধীনতা দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন কিনা সে ব্যাপারে তিনি কিছু জানেন না বলেও সাংবাদিকদের জানান মঈন খান।

প্রতিক্ষণ/এডি/কবির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G