বিপিএল ২০২২ এর আনুষ্ঠানিক লোগো আর থিম সঙ্গ শো-ডাউনের কার্যক্রমে সিলেট স্ট্রাইকার সবার আগে। আজ ছিল সিলেটের আনুষ্ঠানিক ঘোষণা। তবে এতে সিলেট আরোিএকটি জায়গায় অন্য দল গুলো চেয়ে এগিয়ে রয়েছে।
সেটা হলো আইকন নির্বাচনে সিলেট তারকা খ্যাতির সেরাটা বেছে নিতে পেরেছে। মাশরাফিকে দলে টেনে সিলেট মিডিয়া কাভারেজের শত ভাগই পেয়েছে।
আজ সিলেটের লোগোে উন্মোচণের দিন সকলের দৃষ্টি ছিল মাশরাফির দিকে। অনুষ্ঠানের শুরুতেই উপস্থাপিকা মাশরাফির নাম সিলেটর আইকান ক্রিকেটার হিসেবে ঘোষণা দিলেন।
এরপর মঞ্চে মাশরাফি উঠে এলেন, সাবেক এই তারকা অধিনায়ক বলেন, ‘আমাদের জন্য দোয়া করবেন। ইনশায়াল্লাহ আমরা ভাল খেলব। সিলেটের মালিকপক্ষ আমাকে দলে রেখেছেন, তাদের ধন্যবাদ জানাই। দলে অনেক সাবেক সব তারকার মেলা রয়েছে। আশা করছি ভাল কিছু হবে এ আসরে।’