বিমানের সিটের নিচে চার কোটি টাকার স্বর্ণের বার

প্রকাশঃ নভেম্বর ১৪, ২০২২ সময়ঃ ৭:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৫ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার বাজার মুল্য সাড়ে চার কোটি টাকা। ৫৬ পিস বারের ওজন সাড়ে ৬ কেজি। কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ন পরিচালক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম বিমানবন্দরে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল শনিবার (১২ নভেম্বর) এসব স্বর্ণ উদ্ধার করেন। সকাল সাড়ে ৮ টায় বাংলাদেশ বিমান এয়ারলাইনসের বিজি ১৪৮ ফ্লাইটের দুবাই থেকে আসা যাত্রীর কাছে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

সূত্র জানায়, চব্বিশ ক্যারেটের ওই স্বর্ণের বারগুলোর ওজন ছয় কেজি ৫২৪ গ্রাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-148 ফ্লাইটের উইন্ডো জে ফোর নম্বর সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। জব্দ স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G