প্রতিক্ষণ ডেস্ক:
অ্যালবাম ও চলচ্চিত্রে অনেক জনপ্রিয় গান একত্রে কন্ঠ দিয়েছেন হাবিব ও ন্যান্সি। সর্বশেষ বছর খানেক আগে হাবিবের সুর ও সংগীতে একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছিলেন ন্যান্সি। এবার দীর্ঘদিন পর আবারও একসঙ্গে কাজ করলেন তারা।
সম্প্রতি রাজধানীর গ্রীন রোডে একটি স্টুডিওতে হাবিবের করা একটি বিজ্ঞাপনের জিঙ্গেলের রেকর্ডিং সম্পন্ন হয়। এতে কন্ঠ দিয়েছেন ন্যান্সি।
জিঙ্গেলটিও দর্শকদের ভালো লাগবে বলে আশা প্রকাশ করে হাবিব বলেন, জিঙ্গেলের কাজ আমি নিয়মিতই করছি। তারই ধারাবাহিকতায় এ কাজটি করা। অনেকদিন পর আমার করা জিঙ্গেলে ন্যান্সি কণ্ঠ দিলো। সঙ্গে ছিলো প্রতীক। বরাবরের মতোই অসাধারণ গেয়েছে তারা।
প্রতিক্ষণ/এডি/এস.আর.এস