বিশিষ্টদের হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
দেশের ২৫ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা মানববন্ধনে বলেন, জঙ্গি গোষ্ঠীরা এখন পর্যন্ত যে সব প্রগতিশীল মানুষদের হত্যা করেছে সেগুলোর সুষ্ঠু বিচার হলে আজকে তারা দেশের বিশিষ্ট নাগরিকদের এভাবে হত্যার হুমকি দিতে সাহস পেতো না । দেশে জঙ্গিবাদ ও মৌলবাদ প্রতিষ্ঠা করার জন্যই আনসারুল্লাহ বাংলাটিম এ হত্যার হুমকি দিয়েছে। কেননা প্রগতিশীল মানুষ যতোদিন বেঁচে থাকবে, ততদিন এ দেশে কোনো জঙ্গিগোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তাই এসব প্রগতিশীল মানুষদের স্তব্ধ করে দেওয়ার জন্যই এ হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি নাসিমা আক্তার সোমার সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য আলাল হোসেন, মফিজুর রহমান বাবু, নাসির উদ্দিন বুলবুল, সচিবালয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
মানববন্ধনে তারা হত্যার হুমকি দাতাদের দ্রুত গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো সহ জঙ্গিরা এ পর্যন্ত যে সব হত্যাকাণ্ড ঘটিয়েছে তার বিচারের দাবি জানান।
প্রতিক্ষণ/এডি/জুয়েল