বিশেষ ট্রেন থাকছে বিশ্ব ইজতেমায়

প্রকাশঃ জানুয়ারি ১২, ২০১৭ সময়ঃ ১১:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫২ পূর্বাহ্ণ

istemaগাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের ভ্রমণের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন গন্তব্যে বেশকিছু বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা নিয়েছে।

গতকাল এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, ১৩ ও ১৪ জানুয়ারি জামালপুর-টঙ্গী স্পেশাল ট্রেন সকাল সোয়া ৯টায় জামালপুর থেকে ছেড়ে দুপুর সোয়া ২টায় টঙ্গীতে পৌঁছাবে।

১৩ জানুয়ারি ঢাকা-টঙ্গী জুম্মা স্পেশাল ট্রেন ঢাকা থেকে সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে টঙ্গীতে বেলা ১১টা ২০ মিনিটে পৌঁছাবে এবং ট্রেনটি টঙ্গী থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে ছেড়ে ঢাকায় দুপুর ৩টা ৫০ মিনিটে পৌঁছাবে।

১৪ জানুয়ারি লাকসাম-টঙ্গী স্পেশাল ট্রেনটি লাকসাম থেকে সকাল ১০টায় ছেড়ে টঙ্গীতে বিকেল ৩টা ৪০ মিনিটে পৌঁছাবে।

১৫ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের দিন ভোর পৌনে ৬টায় মোনাজাত স্পেশাল ট্রেন-১ ঢাকা থেকে ছেড়ে সকাল সোয়া ৬টায় টঙ্গী পৌঁছাবে। মোনাজাত স্পেশাল ট্রেন-২ সকাল সোয়া ৭টায় ঢাকা থেকে ছেড়ে সকাল ৮টা ১০ মিনিটে টঙ্গী পৌঁছাবে।

মোনাজাত স্পেশাল ট্রেন-৩ ঢাকা থেকে সকাল সাড়ে ৭টায় ছেড়ে সকাল সাড়ে ৮টায় টঙ্গী পৌঁছাবে। মোনাজাত স্পেশাল ট্রেন-৪ ঢাকা থেকে সকাল ৯টায় ছেড়ে সকাল ১০টায় টঙ্গী পৌঁছাবে। মোনাজাত স্পেশাল ট্রেন-৫ ঢাকা থেকে সকাল ৯টায় ছেড়ে সকাল ১০টায় টঙ্গী পৌঁছাবে।

মোনাজাত স্পেশাল ট্রেন-৬ ঢাকা থেকে সকাল ১০টা ৫০ মিনিটে ছেড়ে বেলা ১১টা ৪০ মিনিটে টঙ্গী পৌঁছাবে। মোনাজাত স্পেশাল ট্রেন-৭ ঢাকা থেকে সকাল ১০টা ৫০ মিনিটে ছেড়ে বেলা ১১টা ৪০ মিনিটে টঙ্গী পৌঁছাবে। টঙ্গী-আখাউড়া-লাকসাম স্পেশাল ট্রেন টঙ্গী থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে ছেড়ে বিকেল ৫টা ৫০ মিনিটে লাকসাম পৌঁছাবে।

টঙ্গী-আখাউড়া স্পেশাল-১ টঙ্গী থেকে দুপুর ২টা ৫৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা সোয়া ৬টায় আখাউড়া পৌঁছাবে।

টঙ্গী-ময়মনসিংহ-১ টঙ্গী থেকে দুপুর ১২টা ২০ মিনিটে ছেড়ে বিকেল ৩টা ৩০ মিনিটে ময়মনসিংহ পৌঁছাবে। টঙ্গী-ময়মনসিংহ-২ টঙ্গী থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে ময়মনসিংহ পৌঁছাবে। টঙ্গী-ময়মনসিংহ-৩ টঙ্গী থেকে দুপুর ২টা ১০ মিনিটে ছেড়ে বিকেল ৪টা ৫৫ মিনিটে ময়মনসিংহ পৌঁছাবে।

এ ছাড়া টঙ্গী-ময়মনসিংহ-৪ টঙ্গী থেকে রাত সাড়ে ১০টায় ছেড়ে রাত ১টায় ময়মনসিংহ পৌঁছাবে। টঙ্গী-ঢাকা স্পেশাল ট্রেন ১ ও ২ টঙ্গী থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। টঙ্গী-ঢাকা স্পেশাল ট্রেন-৩ টঙ্গী থেকে দুপুর ১টা ১০ মিনিটে ছেড়ে দুপুর ২টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। টঙ্গী-ঢাকা স্পেশাল ট্রেন-৪ টঙ্গী থেকে দুপুর সোয়া ২টায় ছেড়ে দুপুর ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। টঙ্গী-ঢাকা স্পেশাল ট্রেন-৫ টঙ্গী থেকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ছেড়ে রাত ৭টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। টঙ্গী-ঢাকা স্পেশাল ট্রেন-৬ টঙ্গী থেকে রাত ৭টা ২০ মিনিটে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। টঙ্গী-ঢাকা স্পেশাল ট্রেন-৭ টঙ্গী থেকে রাত সাড়ে ৯টায় ছেড়ে রাত ১০টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

তথ্য বিবরণীতে আরো বলা হয়, বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের সুবিধার্থে ১০ জানুয়ারি দুপুরের পর থেকে ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের আগের দিন পর্যন্ত ঢাকা অভিমুখী সব ট্রেনের টঙ্গী স্টেশনে দুই মিনিট বিরতি থাকবে। আগামী ১৩ জানুয়ারি শুক্রবার সুবর্ণ এক্সপ্রেস ও ১৫ জানুয়ারি রোববার মহানগর এক্সপ্রেস ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে। ১৫ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের দিন সুবর্ণ এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস এবং তুরাগ এক্সপ্রেস-১, ২, ৩, ৪ এবং ঢাকা-কুমিল্লা, ঢাকা-টঙ্গী, ঢাকা-জয়দেবপুর ও ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যে ডেমু (কমিউটার) ট্রেনগুলো চলাচল বন্ধ থাকবে।

আখেরি মোনাজাতের পরের দিন অর্থাৎ ১৬ জানুয়ারি তারিখ টিকেটধারী মুসল্লিদের টঙ্গী স্টেশন থেকে ট্রেনে আরোহণের সুবিধার্থে সুন্দরবন, পারাবত, ধূমকেতু, এগারসিন্দুর প্রভাতি, অগ্নিবীণা, একতা, কিশোরগঞ্জ, জয়ন্তিকা, সিল্কসিটি, উপকূল, কালনী, মহানগর প্রভাতি, রংপুর, যমুনা, সিরাজগঞ্জ, হাওর ও মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেন টঙ্গী স্টেশনে দুই মিনিট করে থামবে।

যাত্রীদের টিকেট সংগ্রহের মাধ্যমে ট্রেনে ভ্রমণ করতে হবে বলে তথ্য বিবরণীতে জানানো হয়।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G