বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

প্রকাশঃ নভেম্বর ১৪, ২০১৫ সময়ঃ ১:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

diabetesday১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসম্মত খাবারই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম উপায়’।

দিবসটি উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । রাষ্ট্রপতি আবদুল হামিদ তার বাণীতে ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির জন্য সরকারের পাশাপাশি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, গণমাধ্যম, অন্যান্য সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সুধীজনদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের উদ্যোগের ফলে দিবসটি ‘জাতিসংঘ দিবস’-এর মর্যাদা লাভ করায় এর তাৎপর্য আমাদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। ডায়াবেটিস রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমাজের সর্বস্তরে জনসচেতনতা খুবই জরুরি ।

Diabeties2প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তার সরকার ডায়াবেটিসসহ সব ধরনের রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। গ্রামে-গ্রামে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে। প্রায় সাড়ে ১৬ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত রয়েছে।’

দিবসটি উপলক্ষে দিবসের নানা কর্মসূচি পালন করবে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন। সানোফি বাংলাদেশ এবং বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন সম্মিলিতভাবে বিশেষ নাস্তা এবং র‌্যালীর আয়োজন করে। সকাল ৮টার দিকে ‌র‌্যালীটি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানে প্রাতঃরাশ এবং বিনামূল্যে গ্লুকোজ পরিমাপ কার্যক্রমের ব্যবস্থা করা হয়।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G