জহির ভূইয়া
১৮ ডিসেম্বর, ২০২২। আজ সেই বহু প্রত্যাশার কাতার বিশ্বকাপ ফাইনাল। আর একটু এগিয়ে বললে বলা যায়, মেসি ভক্তদের স্বপ্নের বিশ্বকাপ ফাইনাল। কারণ ৫ম বার বিশ্বকাপ খেলা মেসির তো এটাই শেষ বিশ্বকাপ, এ তথ্য বিশ্বের সকলেই জানেন।
এ জন্যেই আজ ফাইনাল নিয়ে যতো আলোচনা। আন্তর্জাতিক ফুটবলে মেসি কি কি করেছে সেসব আজ মেসি ভক্তরা বার বার সামনে নিয়ে আসছে। এরপরই আলোচনা চলে যাচ্ছে পারবে তো মেসি? পারবে তো শেষ বিশ্বকাপ শিরোপা হাতে তুলে নিতে!
বিষয়টি যে ততো সহজ নয় সেটা জানা আছে মেসি ভক্তদের। ২ বার বিশ্বকাপ শিরোপা জেতা আর্জেন্টিনা আর ২ বার বিশ্বকাপে জেতা ফ্রান্স কে যে বড় আর কে যে ছোট সেটা নিয়ে তর্কের তো শেষ নেই।
আজ যে দলই শিরোপা জিতুক, সেটা হবে সে দলের জন্য তৃতীয় বিশ্বকাপ শিরোপা জেতা।
এছাড়াও আরেকটি বিষয় আজ ফাইনালের আগে আলোচনায় আছে। সেটা হচ্ছে গোল্ডেন বুট। কে কাবে এই ২০২২ কাতার বিশ্বকাপের গোল্ডেন বুট?
তালিকায় তো মেসি-এপবাপ্পে ছাড়াও আছে আর্জেন্টিনার জুলিয়ান আর ফ্রান্সের অলিভার।
গত দুই দিন ধরে বিশ্ব জুড়েই এই আলোচনা চলছে। এর ব্যতিক্রম নয় বাংলাদেশও। আর্জেন্টিনার দ্বিতীয় দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ তো আরো একধাপ এগিয়ে রয়েছে। মেসিদের পতাকা বানিয়ে তা টানানোর ইতিহাস তো বাংলাদেশ খোদ আর্জেন্টিনাকেও হারিয়ে দিয়েছে।
যে কারণে তো বহু বছর আর্জেন্টিনার এ্যাম্বাসি বন্ধ থাকার পর আবারো বাংলাদেশে চালু করেছে।
এ বিষয় গুলোর আলোচনা চলতে দেখা গেল ঢাকার চায়ের দোকান থেকে অফিসের টেবিল অবদি। আজ যেন কাজ নেই, কেবলই ফাইনালের আলোচনা।
যেখানেই গেলাম, সেখানে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচ। রাস্তায় চায়ের দোকান গুলো যেন ছোট ছোট লাইভ টক চলছে।
চায়ের দোকান গুলোতে চা খেতে আসা মানুষ গুলো কেউ কাউকে চেনে না, অথচ মেসি শেষ বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতবে কি না তা নিয়ে তর্ক জুড়ে দিচ্ছে!
অন্যন বারও ফাইনালের আগে আলোচনা হয়েছে, তবে এবারের মতো মেসির শেষ বিশ্বকাপ ছিল না সেগুলো। আজ যেমন মেসির জন্য বিশেষ বিশ্বকাপ ফাইনাল, তেমনি মেসির ভক্তদের জন্যও আজ বিশেষ আলোচনায় দেখা গেল।
এই আলোচনায় আর তর্কে বাংলাদেশের প্রতি শহরের চায়ের দোকান থেকে অফিসের পিয়ন পর্যন্ত অংশগ্রহণকারী।
ফিফার ২০২২ কাতার বিশ্বকাপটি মেসির কারণে হলেও আলাদা মর্যাদা পেয়েছে।