বিশ্বকাপ ফুটবলে প্রস্তুতি ম্যাচ : মেসিদের ৫ গোলে সহজ জয়

প্রথম প্রকাশঃ নভেম্বর ১৭, ২০২২ সময়ঃ ২:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫১ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

আবুধাবিতে আর্জেন্টিনা এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি প্রীতি ম্যাচ চলাকালীন একটি গোলের পরে আর্জেন্টিনার লিওনেল মেসি, বাম এবং অ্যাঞ্জেল ডি মারিয়া উদযাপন করছেন। | ছবির ক্রেডিট: এপি
আবুধাবিতে আর্জেন্টিনা এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি প্রীতি ম্যাচ চলাকালীন একটি গোলের পরে আর্জেন্টিনার লিওনেল মেসি, বাম এবং অ্যাঞ্জেল ডি মারিয়া উদযাপন করছেন। | ছবির ক্রেডিট: এপি

আল-জাজিরা মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে আর্জেন্টিনা এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার কাতার বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি ম্যাচটি সম্প্রচার করা হয়নি। কিন্তু খেলারটি ফিফার অধীনে একটি লাইভ ব্লগে দেখানো হয়েছে।

বিশ্বকাপের দাবিদার মেসি বাহিনী আজ সংযুক্ত আবর আমিরাতের বিপক্ষে ৫-০ গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচের পুরো সময়টাতেই নিয়ন্ত্রণ ছিল মেসিদের । ফিফা বিশ্বকাপের মুল যুদ্ধে নামার আগে আর্জেন্টিনা পাঁচ তারকা তাদের মাঠের প্রস্তুতিটা শত ভাগ সম্পন্ন করেছে।

অ্যাঞ্জেল ডি মারিয়ার দুটি এবং লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ এবং জোয়াকিন কোরেয়ার একটি করে গোলে করেন আর্জেন্টিনা পক্ষে।  আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের 5-0 গোলে হারের ম্যাচে সেমিদের বিপক্ষে কোন প্রতিরোধই গড়তে পারেনি।

ম্যাচ শেষে মেসি বলেন, “আমরা আত্মবিশ্বাসী, অনেকের কাছে এটি প্রথম বিশ্বকাপ এবং প্রথম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। বিশ্বকাপে আগে এটি একটি ভাল পরীক্ষা ছিল। এটি গুরুত্বপূর্ণ ছিল,কারণ এতে করে নতুনদের ভুলগুলিকে যেন আবার না হয় সে দিকে লক্ষ্য রাখা যাবে।”

সূত্র : ফিফা ওয়েব সাইড

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G