বিশ্বজুড়ে শার্লি এবদো বিরোধী বিক্ষোভ: নিহত ৫

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ১:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৩ অপরাহ্ণ

sarle hibdoআন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

ফ্রান্সের ব্যঙ্গ পত্রিকা শার্লি এবদো বিরোধী বিক্ষোভের দ্বিতীয় দিনে সংঘর্ষে নাইজারের রাজধানী নিয়ামেতে আরো ৫ জন নিহত হয়েছে।

এ নিয়ে গত দুই দিনে পুলিশ সদস্যসহ ১০ জন নিহত হয়েছে।

দেশটির প্রসিডেন্ট মাহামাদু ইসৌফৌ বলেছেন, শার্লি এবদো পত্রিকায় মহানবী হযরত মুহাম্মদ (স:) এ কার্টুন প্রকাশের প্রতিবাদে ছড়িয়ে পড়া বিক্ষোভে দুই দিনে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।

শনিবার নিয়ামেতে স্থানীয় ইসলামি নেতাদের ডাকা একটি সভা নিষিদ্ধ করার পর নতুন করে বিক্ষোভ শুরু হয়। এ সময় ৬টি গির্জায় আগুন দেয় বিক্ষোভকারী। তারা নৈশক্লাব, হোটেল এবং অমুসলিম মালিকানাধীন ব্যবস্থা প্রতিষ্ঠানেও হামলা ও লুটপাট চালায়। পুলিশ স্টেশনে হামলা চালিয়ে ২টি গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা।

গত ৭ জানুয়ারি শার্লি এবদো পত্রিকার প্যারিস কার্যালয়ে হামলা চালিয়ে সাংবাদিকসহ ১২ জনকে হত্যা করে ইসলামি জঙ্গিরা।

প্রতিক্ষণ/এডি/কেয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G