বিশ্ববিদ্যালয় এলাকায় চবি ছাত্র আহত

প্রকাশঃ ডিসেম্বর ৭, ২০১৫ সময়ঃ ৮:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

cuuniversityচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর ১নং গেইট এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীর নাম মো. হুমায়ুন কবির।

সোমবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ে আসার সময় ১নং গেইট এলাকায় একটি কাভার্ড ভ্যান পেছন দিক থেকে সিএনজিকে ধাক্কা দেয়। সেসময় সিএনজিতে থাকা হুমায়ুন কবির গুরুতর আহত হন। প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হলেও; পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়।

আহত শিক্ষার্থী মো. হুমায়ুন কবির (২৬) বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের (০৯-১০) শিক্ষাবর্ষের মার্স্টাসের ছাত্র এবং আলাওল হলের আবাসিক ছাত্র। তার বাড়ি রাঙ্গামাটি জেলায় ।

এ বিষয়ে হুমায়ুনের সহপাঠী মামুন জানান,  যে গাড়িটিতে করে হুমায়ুনসহ আরও কয়েকজন মিলে বিশ্ববিদ্যালয়ে আসছিল; সেখানে হুমায়ুন আঘাত পেলেও অন্যরা বেড়িয়ে যেতে সক্ষম হয়। সে সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পাঠায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চেীধুরী বলেন, এক নম্বর এলাকায় সমাজতত্ত্ব বিভাগের এক ছাত্রের আহত হওয়ার কথা শুনেছি। তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G