বিশ্বের সেরা সুন্দর দশ মসজিদ (পর্ব -০১)

প্রকাশঃ এপ্রিল ২৭, ২০১৬ সময়ঃ ৬:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৭ অপরাহ্ণ

জামশেদ রনি

13101361_1060391470675377_2033278735_n

বিশ্বের সেরা সুন্দর দশ মসজিদ (পর্ব -০১) মুসলমানদের কাছে মসজিদ একটি পবিত্র স্থান।ইসলাম ধর্মের সকল অনুসারীগন এখানে প্রার্থনা করেন।ইসলাম ও মুসলমানদের কাছে মসজিদ হচ্ছে চমৎকার স্থাপত্য নিদর্শন। ইসলামী সাম্রাজ্য বিস্তারে সারা বিশ্বে অনেক সুন্দর মসজিদ আমরা দেখতে পাই। সেসব মসজিদগুলোতে ইসলামী সংস্কৃতি ও শিল্পকলার পরিচয় পাওয়া যায়।ইসলাম ইউরোপ ও আফ্রিকার অনেক দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বের অনেক দেশে বেশ সুন্দর মসজিদ নির্মান করা হয়েছে।

১.আল হারাম মসজিদ-মক্কা,সৌদি আরবঃ কোরআনে আছে যে,আল্লাহর ইবাদাত করার জন্য মানবতার জন্য নির্মিত প্রথম ঘর এটি।বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্মৃতিস্তম্ভ আল হারাম অর্থাৎ গ্রান্ড মসজিদ এটি । যা সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত।এটি বিশ্বের বৃহত্তম মসজিদ এবং ইসলামের পবিত্র স্থান কাবাকে ঘিরে অবস্থিত । ৯৯ একর জায়গা জুড়ে মসজিদের ভিতরে এবং বাইরে প্রার্থনার স্থান রয়েছে।মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হজ্জের সময় এখানে ৪ মিলিয়ন মানুষ জমায়েত হয়।

13115428_1060391507342040_1055652158_n

২.মসজিদে নববী-মদিনা, সৌদি আরবঃ মসজিদে নববী যেটিতে নবী মোহাম্মদ (স.) নামাজ পড়তেন। আল হারাম মসজিদের পরে এটিই বিশ্বের সর্ববৃহৎ মসজিদ।এটি মহানবী হযরত মোহাম্মদ (স.) নির্মান করেন।সেখানে মাঝখানে সবুজ একটি গম্ভুজ আছে যেটি প্রথম সবুজ রং করা হয় ১৮৩৭ সালে। পরবর্তীতে এটি সবুজ গম্ভুজ নামে পরিচিত হয়ে ওঠে।

13081828_1060392460675278_1115087066_n

৩.আল আকসা মসজিদ, জেরুজালেম,ফিলিস্তিনঃ আল আকসা মসজিদ যেটি বায়তুল মুকাদ্দাস নামে পরিচিতি। এটি মুসলমানদের তৃতীয় সর্ববৃহৎ সুন্দর মসজিদ।এটি ইসলামের প্রাচীন শহর জেরুজালেমে অবস্থিত।মুসলমারা বিশ্বাস করেন নবী মোহাম্মদ (স.) দেশ ত্যাগের পর এই মসজিদে সতেরো মাস সালাত আদায় করেন ; আল্লাহ তাকে মদিনায় ফিরে আসার আদেশ না দেওয়া পর্যন্ত।

13081733_1060392550675269_1826400547_n

৪. হাসান দ্বিতীয় মসজিদ, মরক্কোঃ গ্রান্ড মসজিদ হাসান দ্বিতীয় যা মরক্কোর কাসাব্লাঙ্কায় অবস্থিত। এটি দেশের সবচেয়ে বড় মসজিদ এবং বিশ্বের মধ্যে সপ্তম। ১৯৯৩ সালে এর নির্মান কাজ শেষ হয় । এখানে এক লাখ পাঁচ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন।

13100997_1060392567341934_1351948442_n

৫.সুলতান ওমর আলী সাইফুদ্দীন মসজিদ, ব্রুনাইঃ সুলতান ওমর আলী সাইফুদ্দীন মসজিদটি ইসলামের একটি রাজকীয় মসজিদ। এটি ব্রুনাই এর বন্দরসেরি বেগাওয়ানে অবস্থিত। এশিয়া প্যাসিফিক অঞ্চলে সবচেয়ে সুন্দর মসজিদ হিসেবে বিবেচনা করা হয়। এটি পর্যটকদের কাছে একটি বড় আকর্ষন। ১৯৫৮ সালে এর নির্মান কাজ শেষ হয়। এটি আধুনিক ইসলামি স্থাপত্যের একটি বড় নিদর্শন। মসজিদটি ব্রুনাই নদীর পাড়ে অবস্থিত। এটিতে মার্বেল মিনার আছে এবং সোনালী গম্ভুজ রয়েছে।মসজিদটির চারপাশে গাছ এবং ফুলের বাগান দ্বারা বেষ্টিত।যেটি ইসলামের ঐতিহ্য বহন করে।মসজিদটি মুঘল স্থাপত্য এবং ইতালিয়ান শৈলিতে নির্মিত।

 

প্রতিক্ষণ/এডি/জেডআর

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G