ক্রীড়া প্রতিবেদক
দশম বাংলাদেশ ক্রিকেট লিগ এর প্রথম ম্যাচে বিসিবি সেন্ট্রাল জোনের বিপক্ষে বড় জয় পেয়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। আজ ২০ নভেম্বর বিকেএসপি মাঠে অনুষ্ঠিত প্রথম ওয়ান ডে ম্যাচে বিসিবি সেন্ট্রাল জোন টসে জিতে ইসলামী ব্যাংক ইস্ট জোনকে ব্যাটিংয়ে পাঠায়।
ব্যাটিয়ে নেমে ৪৯ ওভার ২ বলে ১০ উইকেট হারিয়ে ২৫৪ রান করে ইসলামী ব্যাংক ইস্ট জোন। জবাবে বিসিবি সেন্ট্রাল জোন ৩৩ ওভারে ১৪০ রান করে সবাই আউট হয়ে যায়। ফলে ১১৪ রানের বিশাল জয়ে আসরে এগিয়ে যায় ইসলামী ব্যাংক ইস্ট জোন।
ইসলামী ব্যাংক টীমের পক্ষে ব্যাটিংয়ে নেমে ইয়াসির আলী রাব্বি ৮০, মুশফিকুর রহিম ৪৪, আফিফ হোসাইন ২৭, তামিম ইকবাল ১৮ রান করেন।
বোলিংয়ে ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে ইবাদত হোসেন ৪, মেহেদী হাসান ৩ এবং রেজাউর রহমান রাজা ৩ উইকেট লাভ করে। ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিন হন ইসলামী ব্যাংক ইস্ট জোনের খেলোয়াড় ইয়াসির আলী রাব্বি।