বিস্ময়কর বালক দীপক
সোহেল রানা সবুজ
ভারতের হারিয়ানা রাজ্যের বাসিন্দা দীপক। বিস্ময়কর বিদ্যুবালক হিসেবে দীপকের পরিচিতি এখন বিশ্বময়। আশ্চর্য হলেও সত্যি, নিজের শরীরের ভেতর দিয়ে দীপক ১১ হাজার ভোল্ট বিদ্যুৎ প্রবাহিত করতে পারে এবং তাতে তার সামান্য ক্ষতি হয় না।
শুধু ১১ হাজার ভোল্ট নয়, একসাথে ৫শ’ পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় যে তারের মাধ্যমে তাও প্রতিরোধ করতে পারে অনায়াসে। বিদ্যুতের যেকোন মোটা তার বিদ্যুৎ থাকা অবস্থায় সে জিহ্বায় লাগাতে পারে। গায়ের সঙ্গে বিদ্যুতের সংযোগ লাগিয়ে দিপকের শরীরে বাল্ব ছোয়ালে তা জ্বলে ওঠে।
এ নিয়ে দীপক জানায়,
” তিন বছর আগের কথা। বাসার হিটারটি নষ্ট হয়ে গিয়েছিল। হিটার সারার সময় অসতর্কতাবশত লাইভ তারের সাথে তার আঙ্গুলের ছোঁয়া লাগে। কিন্তু আমি তেমন কিছু অনুভব করে নি। কয়েক দিন পর ভিডিডি প্লেয়ার সারার সময়ও আমার হাতের ছোয়া লাগে লাইভ তারের সাথে। সেদিনও সে কিছু অনুভব করি নি। বিদ্যুৎ আমাকে শক করে না।”
স্কুলের শিক্ষকরা দীপককে ডাক্তারের কাছে যাবার পরামর্শ দেন। ডাক্তাররা দিপকের রক্তের অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে কিন্তু অস্বাভাবিক কিছুই খুঁজে পায়নি তারা।
ভারত সরকারের বিদ্যুৎ বিভাগে ম্যানেজারের চাকরি করার ইচ্ছা রয়েছে দীপকের ।
সবাই যা পড়েছে
যে ৫টি দেশে কখনও সূর্য অস্ত যায় না!
প্রতিক্ষণ/এডি/এস. আর. এস