বিয়ের পাত্রী বেচা-কেনার হাট!

প্রকাশঃ সেপ্টেম্বর ২৮, ২০১৫ সময়ঃ ৯:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

bridal-3

বিয়ের কনে এখন দেখে শুনে বাজার থেকে আনা যায়! খবরটা অবাক করার হলেও এটাই সত্যি ঘটনা। তবে এই বাজার বাংলাদেশে নয়। দক্ষিণ-পূর্ব ইউরোপের বুলগেরিয়ায় যেখানে খোলা হাটে বিক্রি হয় বিয়ের পাত্রী। বুলগেরিয়ায় এ রীতি চালু রয়েছে।

bridal-6

ইউরোপের সমৃদ্ধিশালী দেশ বুলগেরিয়ায় স্টারা জোগরা শহরের একটি উন্মুক্ত মার্কেটের সামনে এ বাজার বসে। বুলগেরিয়ায় হতদরিদ্র রোমা কালাইঝি যাযাবর সম্প্রদায় ছেলে-মেয়ে বিয়ে দিতে কনে বাজারের আয়োজন করেন। বছরে ৪ বার এই আয়োজন থাকে। তবে পছন্দ অনুযায়ী সম্ভাব্য পাত্রী পেতে ছেলের বাবা-মাকে গুণতে হয় মেয়ের বাবা-মার চাওয়া নির্দিষ্ট টাকা।

bridal-8

তাম্রলিপির যুগ থেকে ঐতিহ্যগতভাবে এভাবেই ছেলেমেয়েদের বিয়ে দিয়ে আসছেন বুলগেরিয়ার প্রাচীন রোমা সম্প্রদায়ের পরিবাররা।

 


সবাই যা পড়েছে

পৃথিবীর যত আজব তথ্য

গাছের ডালে ছাগল

ভয়ংকর ৫ নারী খুনি

যে ৫টি দেশে কখনও সূর্য অস্ত যায় না!

একটি গাছে ৯ টি বাড়ি!


 

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G