বুথ স্থাপনে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে না
এটিএমসহ সব ধরণের ইলেকট্রনিক স্থাপনের জন্য তফসিলি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেয়ার প্রয়োজন নেই শুধুমাত্র পরিচালনা পর্ষদের অনুমোদন হলেই চলবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। আগে এটিএমসহ সব ধরণের ইলেকট্রনিক বুথ স্থাপনে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হতো।
প্রজ্ঞাপনে বলা হয়, এটিএমসহ সব ধরণের ইলেকট্রনিক বুথ স্থাপনের ভাড়া ও খরচ সংক্রান্ত বিষয়াদির ক্ষেত্রে আবশ্যিকভাবে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন গ্রহণ করতে হবে।
তবে প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে সতর্ক করে বলা হয়েছে, এ জাতীয় বুথে ইলেকট্রনিক লেনদেন ব্যতীত অন্য কোন প্রকার ব্যাংকিং লেনদেন করা যাবে না। বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত পরিদর্শনে ভাড়া, খরচাদি ইত্যাদি বিষয়ে যদি কোন অনিয়ম পরিলক্ষিত হয় তবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজন বন্ধ করে দেয়া হবে বুথের কার্যক্রম।
তাছাড়া বুথের ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে (৩ বছর বা তদুর্দ্ধ সময়ের জন্য) ১৫ শতাংশের বেশি হলে পুনরায় অত্র বিভাগের অনুমোদন নিতে হবে বলেও বলা হয়েছে প্রজ্ঞাপনটিতে।