বুধবার ট্রাইব্যুনালে ২ রায়

প্রকাশঃ মে ১৯, ২০১৫ সময়ঃ ১:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ICT_nnbdমানবতাবিরোধী অপরাধের মামলায় চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর  রায় ঘোষনা করা হবে বুধবার।

মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

এর আগে মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর বিরুদ্ধে গত ১৬ নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

প্রসিকিউটর শাহীদুর রহমান জানান, আসামীরা ১৯৭১ সালে বিনোদপুর গ্রামের ৩৯ জনকে ধরে নিয়ে, পাক হানাদার বাহিনীর সাহায্যে নির্যাতন চালায় এবং হত্যা করে। তিনজন সাক্ষী তাদের গুলিবিদ্ধ স্থান ট্রাইব্যুনালকে দেখিয়েছেন।

তিনি আরো জানান, এই মামলায় আমরা আসামিদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণ করতে সক্ষম হয়েছি। তাই আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি।

প্রতিক্ষণ/এডি/নুর/বাদল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G