বুরুন্ডির বিরোধীদলীয় প্রধানকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
বুরুন্ডির বিরোধী দলের প্রধান নেতা জেদি ফেরুজিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। দেশটির বিরোধী দলের এক নেতার বরাত দিয়ে এই হত্যাকাণ্ডের খবর দিয়েছে আলজাজিরা অনলাইন।
বুরুন্ডির বিরোধী দল ইউনিয়ন ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্টের (ইউপিডি) প্রধান নেতা ফেরুজির রক্তাক্ত মৃতদেহ বুজুমবুরার এনগাগারায় শনিবার সন্ধ্যায় পড়ে থাকতে দেখা যায়।
ইউপিডির প্রভাবশালী নেতা আগাথন রসা জানিয়েছেন, এই হত্যাকাণ্ড কে বা কারা ঘটিয়েছে তা এখনো পরিস্কার নয়। এ সম্পর্কিত কোনো তাদের জানা নেই।
আগাথন রসা আরো জানান, জেদি ফেরুজি প্রেসিডেন্ট পিয়েরে নকুরুনজিজার তৃতীয় বার ক্ষমতায় যাওয়ার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্বও দিয়েছেন।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফেরুজিকে বাঁচাতে গিয়ে পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়েছেন। ঘটনার এক ঘণ্টা পরেও পুলিশ সেখানে উপস্থিত হয়নি বলে স্থানীয় বাসিন্দরা জানিয়েছেন।
এপ্রিল মাসে প্রেসিডেন্ট নকুরুনজিজা তৃতীয় বার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর তার বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ২০ জনের বেশি। একই ঘটনায় ফেরুজিকে নিরাপত্তা দানে নিয়োজিত অপর এক পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানা গেছে।
ফেরুজির হত্যা বুরুন্ডির অস্থির রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। গত এপ্রিলে প্রেসিডেন্ট নকুরুনজিজা তৃতীয় মেয়াদে নির্বাচনের ঘোষণা দিলে রাজধানীতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজনৈতিক সহিংসতায় দেশটিতে প্রাণ হারায় কমপক্ষে ২০ জন।
এ পরিস্থিতিতে গত সপ্তাহে দেশটিতে সরকার বিরোধী সেনা অভ্যুত্থান ঘটলেও তা ব্যর্থ হয়।
সূত্র-আলজাজিরা