বুড়িগঙ্গায় আইটি পল্লীর আয়োজনে আইসিটি মেলা অনুষ্ঠিত
সারাদেশের আইটিবিদদের নিয়ে বুড়িগঙ্গায় দেশের সর্ববৃহৎ জাহাজ কীর্তনখোলা-১০ লঞ্চে নৌ আইসিটি মেলা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
সকালে নৌ আইসিটি মেলার উদ্বোধন করেন পুলিশের ডিআইজি হাবিবুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি’র ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এনডিসি, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. শহিদ-উল-মুনির, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সুমন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি এম এ হাকিম, সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এফ.এম রাশেদ আমিন, ভাইস প্রেসিডেন্ট মো. আহমেদ জুনায়েদ, আইটি পল্লীর প্রেসিডেন্ট নাজমুল করিম ভুঁইয়া, জেনারেল সেক্রেটারি ওহিদ উল্ল্যাহ স্বপন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নেয়ামুল হক খান, প্রথম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসাদুজ্জামান সুজনসহ আরো অনেকে।
নৌ ভ্রমণে লঞ্চে আয়োজিত আইসিটি মেলায় সারাদিনব্যাপী আনন্দ, আড্ডা, সম্মাননা প্রদান, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠিত হয় তিনটি সেমিনার। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইটি খাতের অগ্রগতিসহ বিভিন্ন প্রযুক্তির ব্যবহার নিয়ে ১৫টি স্টলে আইটিবিদরা হাজির হয়। এসময় সকল আইটিবিদরা দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে নিজেদের এবং দেশকে স্বনির্ভর করার প্রত্যয় ব্যক্ত করেন।
মেলায় আগত অতিথিরা স্টল ঘুরে ঘুরে বিভিন্ন আইটি পণ্য সম্পর্কে জ্ঞান লাভ করেন। সবশেষে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নৌ আইসিটি মেলা-২০১৯ এর সমাপ্তি ঘটে।