বৃষ্টি বা তুষারপাত হওয়ার আগেই খবর

প্রকাশঃ অক্টোবর ৪, ২০১৫ সময়ঃ ২:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৫ অপরাহ্ণ

শাহাদাত হোসেন

Yahooআবহাওয়া বুঝতে নতুন একটি অ্যাপ বাজারে ছেড়েছে ইয়াহু ওয়েদার। এর মাধ্যমে অগ্রিম আবহাওয়া বার্তা পাওয়া যাবে। এনগ্যাজেড এক প্রতিবেদনে জানায়,
এই অ্যাপের মাধ্যমে ১৫ মিনিট আগেই তুষারপাত বা বৃষ্টির খবর পাওয়া যাবে। ফলে মানুষ আগে থেকেই প্রস্তুতি গ্রহণের সুযোগ পাবেন। নতুন ফিচারের মাধ্যমে এই অ্যাপটি ব্যারোমেট্রিক সেন্সর ব্যবহার করবে।

তবে আপাতত আইওএস যন্ত্রেই অ্যাপটির ব্যবহার সীমাবদ্ধ রয়েছে। ইয়াহু জানায়,

তাদের এই অ্যাপটি পুরোপুরি নিখুঁত। আগে থেকেই আবহাওয়ার বার্তা একেবারে সঠিকভাবে পাওয়া যাবে। ছোটখাটো এলাকার ছবি জুম করেও এই অ্যাপটি আবহাওয়ার ফলাফল সঠিকভাবে দিতে সক্ষম।

 প্রতিক্ষণ/এডি/এস,এইচ

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G