বৃষ্টির পানিতে বিপর্যস্ত বন্দর নগরী; অসহায় জনজীবন

প্রকাশঃ জুলাই ৩, ২০১৭ সময়ঃ ৬:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৯ অপরাহ্ণ

শারমিন আকতার:

বন্দর নগরী চট্টগ্রামে রবিবার রাত থেকে সোমবার সারাদিন বৃষ্টি হয়ে চলেছে। এতে চারদিকে পানি জমে চলার রাস্তা ডুবে গেছে। সাধারণ মানুষ একরকম পানিবন্দী হয়ে পড়েছে। নেহায়েত বাধ্য না হলে কেউ ঘর থেকে বের হচ্ছে না। অধিকাংশ জায়গায় হাঁটু পানি লক্ষ্য করা যাচ্ছে। তবুও তা ডিঙিয়ে বিভিন্ন প্রয়োজনে বেরিয়ে পড়ছে লোকজন। আবার তার খেসারতও দিচ্ছে অনেকে ভুল করে গর্ত বা ড্রেনে পড়ে গিয়ে।

বৃহত্তর চট্টগ্রামের বন্দর নগরীতে বর্তমানে এরকম বেহাল দশায় চলছে। এর উপর বাড়তি উটকো ঝামেলা হয়ে এসেছে সিটি কর্পোরেশনের সাময়িক দু:খ প্রকাশ করে যেখানে সেখানে বিভিন্ন কারণে করা খনন কার্য। পানি, গ্যাস মেরামতের নামে ভালো রাস্তা খনন করে তা আর ঠিক না করায় বৃষ্টির পানিতে গাড়ি চলাচলে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

এই পানিবন্দী অসহায় লোকজনকে দেখে কে বলবে এ এক অতি গুরুত্বপূর্ণ নগরী। প্রশাসন যেন দেখেও দেখছে না। এ বিষয়ে তুমুল অসন্তুষ্ট চট্টগ্রামবাসী। কেউ দুষছেন বর্তমান মেয়রকে, আবার কেউ এলাকার নির্বাচিত প্রতিনিধিকে।

চট্টগ্রামের সার্বিক উন্নয়নের দিকে গভীর মনোযোগ দেওয়ার সময় এসেছে সরকারী পর্যায় থেকে। নতুবা নগরবাসীর চলমান এই ক্ষোভের বিস্ফোরণ ঘটবে আগামী নির্বাচনের মাঠে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G