বৃহস্পতিবার এরশাদের অনশন
চলমান সহিংসতা বন্ধ ও সর্বদলীয় সংলাপের দাবিতে আজ মঙ্গলবারের পরিবর্তে বৃহস্পতিবার অনশনে বসবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ প্রতীকী গণঅনশন কর্মসূচি চলবে।
জাপা চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভ রায় সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অনিবার্য কারণে অনশন কর্মসূচি পেছানো হয়েছে।
মঙ্গলবার অনশনে বসার ঘোষণা দিয়েছিলেন এরশাদ। এদিকে বর্তমান সময়কে ক্রান্তিকাল উল্লেখ করে সংকট নিরসনে জাতীয় সম্মেলনের আহবান জানিয়ে রোববার আওয়ামী লীগ ও বিএনপিকে এরশাদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য রাজনৈতিক দলগুলোকেও অনুরূপ চিঠি দেওয়া হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ২০১৩ সালের সেপ্টেম্বরেও দুই নেত্রীকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন এরশাদ। সেবার তার আহবানে সাড়া দেননি তারা।
প্রতিক্ষণ /এডি /কবিতা