বেঁচে গেল ৪ শতাধিক যাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রাণে বেঁচে গেল ঢাকা থেকে ছেড়ে আসা ভোলার বোরহানউদ্দিন রুটে চলাচলকারী লঞ্চ এমভি প্রিন্স অব রাসেলের ৪ শতাধিক যাত্রী।
ঘটনাটি রোববার গভীর রাতে চাঁদপুরের মেঘনা নদীতে ঘটেছে। তবে এ ঘটনায় ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের নাম পরিচয় জানা যায়নি। সবাই চিকিৎসা নিয়ে বর্তমানে ভালো আছেন।
জানা যায়, রাতে চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ এমভি প্রিন্স অব রাসেলের সঙ্গে একটি তেলের ট্যাঙ্কারের ধাক্কা লাগে।এতে লঞ্চটির নিচের অংশ দুমড়ে যায় এবং উল্টে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়।
এসময় লঞ্চে থাকা ৪ শতাধিক যাত্রী চিৎকার করতে থাকে। পরে লঞ্চ কর্তৃপক্ষ তাদের যাত্রা বিরতি দিয়ে সারারাত সেখানেই অবস্থান নেয়।এরপর সোমবার সকাল ৯টার দিকে লঞ্চটি নিরাপদেই বোরহানউদ্দিন এসে পৌঁছায়।
এদিকে, সোমবার দুপুরে দুমড়ে যাওয়া লঞ্চটিতে দুই শতাধিক যাত্রী নিয়ে ফের ঢাকার উদ্দেশ্যে ছাড়ার চেষ্টা করে স্টাফরা।খবর পেয়ে পৌর মেয়র মো. রফিকুল ইসলাম তার অফিস স্টাফ পাঠিয়ে লঞ্চে যাত্রী তোলা বন্ধ করেন।
লঞ্চের সুপারভাইজার মো. রফিক সরদার জানান, রাতে ঝড়ের মুখে পড়ে একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লেগে ছিল।এতে তৃতীয় তলার ডান পাশ ক্ষতিগ্রস্ত হয়।যাত্রীদের তেমন অসুবিধা হয়নি।তবে লঞ্চটি ঢাকায় নিয়ে মেরামতের জন্য দুপুরে বোরহানউদ্দিন থেকে ছাড়ার সময় কিছু যাত্রী ওঠে ছিল।পড়ে তাদের নামিয়ে দেয়া হয়।
বোরহানউদ্দিন থানা পুলিশের ওসি রতন কৃষ্ণ রায় চৌধুরী জানান, ঝুঁকিপূর্ণ লঞ্চ চলতে দেয়া হবে না।
প্রতিক্ষণ/এডি/তাফ