বেনাপোল সীমান্তে শিশু সহ আটক ৩৫

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ১০:৩৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৪ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

images (1)যশোরের বেনাপোল চেকপোস্ট সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ৩৫ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। মঙ্গলবার (১৭ মার্চ) ভোর ৬টায় চেকপোস্টের রেল লাইন পোস্ট এলাকা থেকে এদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-মানিক হালদার, ফোরকান, কালু খন্দকার, নাহিদুল, শ্রীকৃষ্ণ, সজল হালদার, বক্কর মোল্লা, জয়নাল, অনিক, আব্দুর রহমান, তাজু শেখ, ফরহাদ, পুতুল, তিলক, রোকসনা, হামিদা, সুমি, মালতি, শেফালী, জোহরা, আরজিনা, কল্পনা, সুমন, গৌরঙ্গ, দিপা, দেলালি, পলি, বাসনা, আরজিনা, মিনা, সপ্না, বিনা, নূরজাহান, নাসিমা ও সোমা।

এদের বাড়ি যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলে। ভারতের বিভিন্ন প্রদেশে এরা বাসা-বাড়ি ও শিল্পকারখানায় শ্রমিকের কাজ করতো। সীমান্ত পথে বাড়ি ফেরার সময় বিজিবি তাদের আটক করে।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন সংবাদ আসে একদল নারী, পুরুষ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে এপারে আসছে। পরে ওই সীমান্তে অভিযান চালালে দালাল চক্র ৩৫ নারী-পুরুষ ও শিশুকে ফেলে পালিয়ে যায়।

পরে সেখান থেকে ওই ৩৫ জনকে আটক করা হয়। তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। সেখান থেকে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানায় বিজিবি। বেনাপোল চেকপোস্ট (আইসিপি) ক্যাম্পের ২৬ ব্যাটালিয়ন বিজিবির সুবেদার আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/লিজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G