বেরোবিতে শ্রেণীকক্ষ সংকট : ব্যাহত হচ্ছে শিক্ষাকার্যক্রম

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৬ সময়ঃ ২:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১০ অপরাহ্ণ

ওমর ফারুক

rafik rangpur news_78589_0পর্যাপ্ত প্রশাসনিক ভবন ও শ্রেণীকক্ষ না থাকায় তীব্র  সংকটে পড়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।এতে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভূগী শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের মোট ২১ টি বিভাগ রয়েছে।২১ বিভাগের মধ্যে দুই-একটা বিভাগ ছাড়া প্রায় প্রত্যেকটি বিভাগেই রয়েছে ক্লাসরুম সংকট। যার মধ্যে লোক প্রশাসন বিভাগের চারটি ব্যাচের বিপরীতে রয়েছে দুই টি ক্লাসরুম,ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগে পাঁচটি ব্যাচের বিপরীতে রয়েছে দুইটি ক্লাসরুম,রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ছয়টি ব্যাচের বিপরীতে দুটি,রসায়ন বিভাগে ছয়টি ব্যাচের বিপরীতে দুটি,বাংলা বিভাগে সাতটি ব্যাচের বিপরীতে তিনটি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে নিদিষ্ট কোন ক্লাস রুম না থাকায় তারা পাঁচটি ব্যাচের বিপরীতে একটি মাত্র অস্থায়ী ক্লাসরুম নিয়ে চালিয়ে যাচ্ছে তাদের শিক্ষা কার্যক্রম।

লোক প্রশাসন বিভাগের একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, আমাদের বিভাগে মোট ৪ টি ব্যাচ রয়েছে।আর এর বিপরীতে রয়েছে মাত্র ২ টি ক্লাস রুম।অনেক সময় দেখা যায় যে আমরা যখন ক্লাস করতে আসি,তখন দেখি অন্য ব্যাচের ক্লাস হচ্ছে। যার ফলে আমাদের ঘণ্টা-ঘণ্টা সময় নষ্ট করে ক্লাসরুমের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয়।এতে তারা পর্যাপ্ত ক্লাসরুমের ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে জোর দাবী জানান।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের ৫টি ব্যাচ থাকার সত্ত্বেও আজ পর্যন্ত আমাদের কোন স্থায়ী ক্লাসরুম নাই।তারা আরোও বলেন , যেখানে অন্যান্য বিভাগের ৪ থেকে ৫ টি ক্লাসরুম রয়েছে, সেখানে আমাদের মাত্র ১টি ক্লাসরুম রয়েছে।

লোক প্রশাসন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগসহ কয়েকটি বিভাগের শিক্ষকদের কাছে জানতে চাইলে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে এখানে ক্লাসরুমের সংকট ছিল।কিন্তু বিভাগ বৃদ্ধির তুলনায় একাডেমিক ভবন না বাড়ায় এ সংকট তীব্র থেকে আরোও তীব্রতর হয়েছে।এতে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চরম ভাবে ব্যহত হচ্ছে।

এব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববিদ্যালয়ে কিছু অতিরিক্ত বিভিন্ন বিভাগ প্রতিষ্ঠার ফলে এই ক্লাসরুম সংকট দেখা দিয়েছে।তবে সামনে একাডেমিক ভবন নির্মাণের আলাদা বাজেট আসার কথা আছে।বাজেট আসলেই আমরা অতি দ্রুত একাডেমিক ভবন নির্মাণের কাজ শুরু করব।

 

প্রতিক্ষণ/এডি/আস
,

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G