বেলুন উড়িয়ে বিপিএল উদ্বোধন, সিলেট বোলিংয়ে

প্রথম প্রকাশঃ জানুয়ারি ৬, ২০২৩ সময়ঃ ২:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১০ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

দুপুর ২টার কিছু আগে মিরপুর স্টেডিয়ামের মাঠের ভেতর বেলুন উড়িয়ে ৯ম বিপিএল উদ্বোধন ঘোষণা করলেন বিসিবির বস নাজমুল হাসান পাপন। টস জিতে মাশরাফির সিলেট বল করতে নেমেছে  চট্টগ্রামের বিপক্ষে।

২০২৩ বিপিএল আসর মাঠে গড়ানোর আগে পাপন উদ্বোধনী ম্যাচে সিলেট স্ট্রাইকার আর রংপুর রাইডারের  ক্রিকেটারদেন সাথে হাত মেলালেন, নতুনদেন সাথে পরিচিত হলেন।

তবে এতো সাদামাটা বিপিএল উদ্বোধন ইতিহাসে ১ম বার হলো। আগে উদ্বোধন অনুষ্ঠান ছাড়াও অনেক ফোকাস পেত বিপিএল, এবার আয়োজকদের কারণে সবই……..।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G