বৈচিত্র্যময় পায়েল

প্রকাশঃ সেপ্টেম্বর ৬, ২০১৫ সময়ঃ ৭:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫১ পূর্বাহ্ণ

ফারজানা ওয়াহিদ

payel1বর্তমানে মেয়েদের হাল ফ্যাশনে পায়েলের গুরুত্বটাই বেশি দেখা যাচ্ছে।  আগে শুধু স্বর্ণ ও রুপা দিয়ে তৈরি হতো পায়েল। এখন পায়েল  তৈরির নকশায় যেমন এসেছে বৈচিত্র্যতা তেমনি স্বর্ণ-রুপা ছাড়াও অ্যালুমিনিয়াম, কাঁচ, সুতা, কড়ি, কাঠ, প্লাস্টিক, পুঁতিসহ নানা ধরনের স্টোন দিয়েও তৈরি হচ্ছে বৈচিত্র্যময় পায়েল।

ভিন্ন ভিন্ন নকশায় দেখতে পাওয়া যাচ্ছে পায়েল। যেমনঃ ফুল, পাখি, চাঁদ, তারা, ত্রিভুজ নানা রকমের জ্যামিতিক নকশা ইত্যাদি। এমনকি মিনা করা রঙ-বেরঙের স্টোন দিয়েও তৈরি হচ্ছে ভারী কাজের পায়েল। যার খুবই জনপ্রিয়তা রয়েছে।

payel3

অনেক পায়েলের চেনে আবার ঝালর বসানো। এর সঙ্গে যোগ হয়েছে হরেক রঙের স্টোন। তবে সাদা পাথরের পায়েলগুলোই তরুণীরা বেশি পছন্দ করছেন। পায়েলের রঙেও এসেছে বৈচিত্র্য। সোনালি, রুপালি, কালোসহ বিভিন্ন রঙের হয়।

দেশি ফ্যাশন হাউসগুলোতে পাবেন একটু ভিন্ন ধরনের পায়েল। এগুলো রুপাসহ বিভিন্ন মেটালের তৈরি। আবার বেশ কয়েকটি ধাতুর সংমিশ্রণে তৈরি মল বা খাড়ুজাতীয় পায়েলও পাওয়া যাচ্ছে। অনেকে লম্বা মালা বা চেন দু-তিন প্যাঁচ দিয়ে পায়ে পরেন। এটাও বেশ জনপ্রিয়।

নিজেকে অন্যদের কাছে আলাদা করে উপস্থাপন করতে চাইলে পোশাকের রঙের সঙ্গে মিল করে পরতে পারেন নানা রঙের পায়েল। পাথরের তৈরি অ্যান্টিক পায়েলের ট্রেন্ড চলছে এখন। ইন্ডিয়ান কটক রুপার তৈরি ভারি পায়েলের চাহিদা রয়েছে অনেক।

payel10

 

রঙ-বেরঙের কাঠ-প্লাস্টিক, পুঁতি, কাঁচের তৈরি পায়েল বর্তমান হাল ফ্যাশনে অনেক চলছে। পোশাকের ডিজাইনের সঙ্গে মিল করে এগুলো তরুণীরা বেশি ব্যবহার করে থাকে। স্টোনের তৈরি অ্যান্টিক ঘরানার ভারী পায়েল ব্যবহৃত হচ্ছে পার্টি কিংবা বিয়ের অনুষ্ঠান উপলক্ষে।

 

বর্তমান সময়ে পায়েলের ঝুনঝুনিতেও এসেছে ভিন্নতা। কোনোটিতে একটি, আবার কোনোটিতে একসঙ্গে অনেক ঝুনঝুনি থাকে। সেই সঙ্গে ঝুনঝুনির রঙেও এসেছে বৈচিত্র্যতা। পায়েলের রঙের সঙ্গে মিল রেখে করা হয়েছে ঝুনঝুনির রঙ। এ রকম রঙ-বেরঙের পায়েল আপনার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলতে পারে।

 

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G