বৈশাখে ছানার বরফি

প্রকাশঃ এপ্রিল ১২, ২০১৫ সময়ঃ ১:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪০ অপরাহ্ণ

Collagesউপকরণ:sana
দুধ – ১ লিটার
চিনি – আধা কাপের একটু কম
এলাচ গুড়ো- ১ চিমটি
লেবুর রস – ১ টেবিল চামচ
পেস্তা বাদাম – সাজানোর জন্য

প্রণালী:

-প্রথমে হাড়িতে  দুধ নিয়ে জ্বাল দিন। ফুটে উঠলে তাতে লেবুর রস দিয়ে আস্তে আস্তে নাড়াতে থাকুন।  ছানা ও পানি আলাদা হয়ে গেলে ছেকে নিন। প্রয়োজন হলে আরো একটু লেবুর রস দিন। 

– ছানা থেকে চেপে চেপে পানি বের করে নিন। ছানাতে পানি থেকে todays newsগেলে সন্দেশ ভালো হবেনা।

-ছানা হাত দিয়ে ভালো করে মথে নিন। এবার ছানার সাথে চিনি এবং এলাচগুড়ো মিশিয়ে নিয়ে একটি নন স্টিক প্যানে জ্বাল দিন। ঘন ঘন নাড়তে থাকুন।

চিনি গলে একটু আঠা আঠা হয়ে গেলে নামিয়ে দ্রুত ট্রেতে বিছিয়ে আপনার পছন্দমত  ১/২ বা ১ ইঞ্চি পুরু চারকোনা বা গোলাকার করে ছড়িয়ে দিন। আপনি  চাইলে জ্বাল দেয়ার সময় এলে এক চা চামচ কনডেন্সড মিল্ক দিতে পারেন অথবা জাফরান রঙও দিতে পারেন।

-উপরে পেস্তা বাদাম কুচি দিন। কিছুক্ষন ফ্রীজে রেখে ঠান্ডা হলে পছন্দমত শেপে কেটে পরিবেশন করুন।

 

তাজিন/প্রতিক্ষণ/এডি/শারমিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G