বোমা নিষ্ক্রিয় করার সময় ৩ সেনাসহ ১ পুলিশ আহত
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম
রোববার দুপুর সোয়া ১২টার দিকে যশোর কোতোয়ালি থানার অভ্যন্তরে মালখানায় বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে তিন সেনা সদস্যসহ এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আহতদের যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণে আহত সেনা সদস্য বাবর আলী, কোরবান আলী ও তারেক এবং পুলিশ সদস্য আবু জাফরকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এ ব্যাপারে যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা শারমিন জানান, বিভিন্ন সময় পুলিশের অভিযানে উদ্ধার করা বোমা নিষ্ক্রিয় করতে রোববার সেনাবাহিনীর একটি টিম কাজ করছিল। এ সময় একটি বোমার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল জানান, আদালতের নির্দেশে প্রতি মাসে সেনাবাহিনীর একটি টিম কোতোয়ালি থানার অভ্যন্তরে বোমা নিষ্ক্রিয় করে থাকে। ক্যাপ্টেন তৌহিদের নেতৃত্বে রোববার আদালতের নির্দেশে বোমাগুলো নিষ্ক্রিয় করার সময় দুপুর সোয়া ১২টার দিকে আকস্মিকভাবে একটি বোমার বিস্ফোরণ ঘটে।
প্রতিক্ষণ/এডি/রবি