ব্যাংক শাখা ব্যবস্থাপকের আত্মহত্যা

প্রকাশঃ এপ্রিল ২৯, ২০১৫ সময়ঃ ৪:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৬ অপরাহ্ণ

attohottaমৌলভীবাজার শ্রীমঙ্গলে নিজ বাসায় গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করছে উত্তরা ব্যাংকের শাখা ব্যবস্থাপক।

নিহত ব্যাক্তির নাম জহির উদ্দিন আখন্দ (৪৫)। তিনি উত্তরা ব্যাংকের শ্রীমঙ্গল শাখা ব্যবস্থাপক ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় । বাবার নাম জসিম উদ্দিন আকন্দ।

শ্রীমঙ্গল থানার পরির্দশক (তদন্ত) কে এম নজরুল জানান,  বুধবার সকালে বাসার ডাইনিং রুমে সিলিং ফ্যানের রডের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি শ্রীমঙ্গলে শাহীবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্ত্রী মুসফিকা খানমের বরাত দিয়ে পুলিশ পরির্দশক নজরুল আরও জানান, শ্রীমঙ্গলে আসার আগে নিহত জহির সিলেটে লালদীঘির পাড় ব্যাংক শাখার ব্যবস্থাপক ছিলেন। সেখানে দুই গ্রাহককে তিনি ৭০ লাখ ও ৯০ লাখ টাকার দুটি ঋণ দেন।সেই ঋণের টাকা ফরেত না পাওয়ায় জহির আদালতে দুটি মামলাও করেছিলেন।

উদ্ধতন কর্তৃপক্ষ চাপ ও মামলা সংক্রান্ত জটিলতায় মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে জহির আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে নিহতের পরিবার।
জহিরের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের র্মগে পাঠানো হয়েছে।

প্রতিক্ষণ/এড/নিয়াজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G