ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ
জেলা প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একাধিক চক্র। গত ১০ মাসে শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও এখনও ধরা-ছোঁয়ার বাইরে চক্রগুলো।
গ্রাহকরা বলছেন, সংযোগ প্রতি দুই লাখ টাকার বিনিময়ে নেয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম বিপাকে পড়ছেন তারা। এ অবস্থায়, বিশ্লেষকরা গ্যাস কোম্পানি’র কর্মকর্তাদের দায়ী করলেও, বাখরাবাদ কর্তৃপক্ষের দাবি, তাদের কেউ সম্পৃক্ত নয়।
ধার দেনা করে অগ্রিম টাকা জমা দিয়ে গ্যাস সংযোগ নেয় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কয়েকশ’ মানুষ। কিন্তু, অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস সরবরাহের অপরাধে শতাধিক গ্রাহককে জরিমানা ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভুক্তভোগীদের অভিযোগ, এসব সংযোগ বৈধ বলে গ্রাহক প্রতি এক থেকে দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছে বাখরাবাদ গ্যাস কোম্পানির একশ্রেণির অসাধু ঠিকাদার নিয়ন্ত্রিত একাধিক চক্র। এদিকে বিশ্লেষকরা বলছেন, অসাধু চক্রটির সঙ্গে গ্যাস কোম্পানির কর্মকর্তারা জড়িত থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরও কোন লাভ হচ্ছে না। তবে, এ অভিযোগ অস্বীকার করেছেন বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানির কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ১০ মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ১০ হাজার মিটারের বেশি পাইপ জব্দ এবং দুই শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/বিএ