ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৩৫

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ১১:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৫ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

clashপূর্বশত্রুতার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে।

এসময় আগুন দেয়া হয়েছে ১৫টি বাড়িতে। ১১টি ঘরে লুটপাট চালানো হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলার রাজঘর গ্রামে এ সংঘর্ষ শুরু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে রাজঘর গ্রামের প্রাক্তন ইউপি চেয়ারম্যান আবদুর রউফ ও আইনজীবী আলী আযমের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে প্রথমে শনিবার দুপুরে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়।

একই ঘটনার জের ধরে সোমবার সকালে দু’পক্ষের কয়েকশ লোক দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে আবারো সংঘর্ষে লিপ্ত হয়। সকাল সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ৩৫ জন আহত হন। তা ছাড়া ১৫টি বাড়িতে আগুন দেয়া হয়েছে। লুট করা হয়েছে ১১টি দোকান।

আহতদের কয়েকজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমরা ধাওয়া করলে দাঙ্গাবাজরা মাঠে নেমে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’

প্রতিক্ষণ /এডি/হেলাল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G