ব্রিজ ভেঙে ট্রাক বিলে: আহত ৫

প্রকাশঃ জুলাই ২৪, ২০১৫ সময়ঃ ৮:৩৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

Nilfamariনীলফামারী জেলার জলঢাকায় বেইলি ব্রিজ ভেঙে একটি পাথরবোঝাই ট্রাক ও একটি মোটরসাইকেল বিলের ভেতর পড়ে যায়। এতে পাঁচজন আহত হয়েছেন জানা গেছে।। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ডোমার-জলঢাকা সড়কের জলঢাকা এলএসডি গোডাউন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সিবলু জানান, জেলার জলঢাকা পৌর শহরের অদূরে ডোমার-জলঢাকা সড়কের আউলিখানা বিলের বেইলি ব্রিজ ভেঙে রাত ১১টার দিকে একটি পাথরবোঝাই ট্রাক ও মোটরসাইকেল বিলে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা মোটরসাইকেল আরোহী ও ট্রাকচালককে উদ্ধার করেন। এ ঘটনার পর থেকে ওই সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইনাম জানান, দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

উল্লেখ্য, এর আগে ১৯৯৩ সালে একই জায়গায় পাকা ব্রিজ ভেঙে একটি বাস পড়ে গেলে অর্ধশতাধিক ব্যক্তি মারা যাওয়ায় বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়।

 

প্রতিক্ষণ/ডেস্ক/তাফসির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G