ব্রিসবনে পা রেখেছে বাংলাদেশ দল

প্রথম প্রকাশঃ অক্টোবর ২৮, ২০২২ সময়ঃ ২:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৭ অপরাহ্ণ

এবারের  টি-২০ বিশ্বকাপে ১০৪ রানের হার সবচেয়ে বড় ইতিহাস। সেটাই করেছে বৃহস্পতিবার সিডনির উইকেট। দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ বড় ব্যবধানে লজ্জাজনক এই হারের পর ব্যর্থতা ভুলে যেতে যায়। নতুন উদ্যোমে শুরু করতে চাওয়া বাংলাদেশ দল এখন ব্রিসবেনে।

আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল দশটায় ব্রিসবেনে পা রাখে সাকিব বাহিনী।  কাল বাদে পর পরশু রোববার ৩০ অক্টোবর নিজেদের তৃতীয় ম্যাচে সকাল নয়টায় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যে জিম্বাবুয়ে ১ রানে পাকিস্তাননের মতো প্রতিষ্ঠিত শক্তিকে হারিয়েছে।

বর্তমানে পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্থ স্থানে। জিম্বাবুয়ের বিপক্ষে জিতলে তাদের টপকে অন্তত টেবিলের ৩-এ উঠে যেতে পারবে বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতের কাছে হারলে চলে যেতে পারে টেবিলের শীর্ষ দুইয়ে।

ব্রিসবেনে আজ কোনো অনুশীলন নেই টাইগারদের, যে কারণে হোটেলেই সময় কাটাবেন ক্রিকেটাররা। হোটেলে পৌঁছার আগেই বাংলাদেশ দল উইকেট দেখতে সোজা চলে গিয়েছে ব্রিসবেনের বিখ্যাত গ্যাবা স্টেডিয়ামে। শনিবার দলীয় অনুশীলনে নামবে বাংলাদেশ দল।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G