ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সাইফ পাওয়ারটেক লি: এর পৃষ্ঠপোষকতায় ১১-১৩ নভেম্বর পর্যন্ত ৩৫তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা ‣সয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকায় শুরু হয়েছে।
আজ ২য় দিনে সাঁতারে ৩৮ টি ইভেন্টের মধ্যে ৩৫ টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। ডাইভিং এ ৩টি ইভেন্টের মধ্যে ২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন পর্যন্ত বিকেএসপি ৫৪টি স্বর্ণ, ৪৪টি রৌপ, ২৪টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকা ১ম স্থান মঞ্জুর সুইমিং ক্লাব, মুন্সীগঞ্জ ৬টি স্বর্ণ পদক পেয়ে পদক তালিকায় ২য় স্থান এবং বাংলাদেশ আনসার ৫টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ২৪টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকা ৩য় স্থানে রয়েছে।
আগামী ১৩ নভেম্বর বিকাল ৩:৪৫ মিনিটে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থি’ত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।