ভারত থেকে বিদ্যুৎ আমদানির প্রস্তাব অনুমোদন

প্রকাশঃ জানুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ১০:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩১ পূর্বাহ্ণ

 protikhon-Electricity

ভারতের খোলা বাজার থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার দুপুরে সচিবালয়ে ক্রয় ও অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সরবরাহ ব্যবস্থায় ‘সিস্টেম লসের’ কারণে ভারত থেকে আমদানি করা বিদ্যুতের ঘাটতি মেটাতে প্রয়োজন অনুযায়ী দৈনিক ভিত্তিতে ৩০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে সরকারের এই উদ্যোগ।

এছাড়া মহেশখালীতে ভাসমান তরল প্রাকৃতিক গ্যাস টার্মিনাল স্থাপনসহ ৯টি প্রকল্পের নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি। এসময় মন্ত্রী বলেন, মহেশখালীতে এ টার্মিনাল স্থাপনের মাধ্যম ২০১৭ সালে তরল প্রকৃতিক গ্যাস ব্যবহার শুরু করবে বাংলাদেশ।

ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি এনভিভিএন এই বিদ্যুৎ কেনার জন্য ‘এজেন্ট’ হিসাবে কাজ করবে । ভারতের বিভিন্ন ছোট বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনে চাহিদা অনুযায়ী এ প্রতিষ্ঠানটি বাংলাদেশকে সরবরাহ করবে। এক বছরের চুক্তিতে দৈনিক ভিত্তিতে এ বিদ্যুৎ কেনা  হবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G