ভারতে গরমে মৃতের সংখ্যা ১৭০০
আন্তর্জাতিক ডেস্ক :
প্রচন্ড গরমে গত ২৪ ঘণ্টায় তেলেঙ্গানায় আরো শতাধিক মানুষের প্রাণহানির খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। এর ফলে গরমে দেশটিতে প্রাণহানির সংখ্যা এক হাজার সাতশ’ ছাড়িয়েছে
রাজস্থান ও ওড়িষ্যাতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এছাড়া মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, পাঞ্জাব, মধ্য প্রদেশ ও পশ্চিম বঙ্গে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ওঠানামা করছে।
গত দুই সপ্তাহে শুধুমাত্র অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যেই এক হাজার ৪শ’ মানুষের প্রাণহানি হয়েছে। এই দুই রাজ্য ছাড়াও মধ্য প্রদেশ, উত্তর প্রদেশসহ অন্যান্য অঞ্চলেও তাপদাহে প্রাণহানির খবর পাওয়া গেছে।
দাবদাহে পুড়ছে রাজধানী দিল্লির অধিবাসীরাও। গত কয়েকদিন ধরে সেখানকার তাপমাত্রা ৪১ থেকে ৪৪ এর মধ্যে ঘোরাফেরা করছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।
অন্ধ্র প্রদেশের নেলোরে, প্রকাশম, বিজয়নগরম, কৃষ্ণা, কাদপা, পশ্চিম গোদাবরি, গুনতুর, বিশখাপত্মম, শ্রিককুলাম ও অনন্তপুর, চিত্তোর ও কুর্নল থেকে প্রাণহানির খবর পাওয়া গেছে।
অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানা কর্তৃপক্ষ শ্রমিক এবং অন্যান্যদেরকে বেলা ১১টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত কাজ না করার নির্দেশ দিয়েছেন। এছাড়া গরমে সুতির পোশাক পড়ারসহ প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন তারা।
তাপদাহের কারণে হাসপাতালগুলোকে অধিক সংখ্যক হিটস্ট্রোকের রোগীকে চিকিৎসা দেয়ার প্রস্তুতির ব্যাপারে সতর্ক করা হয়েছে। বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমের সাহায্যে লোকদের টুপি এবং খাবার পানিসহ বাইরে বেরুনোর পরামর্শ দেয়া হচ্ছে। বেসরকারি ও সরকারি সংস্থাগুলোকে খাবার পানি সরবরাহ করার আহ্বান জানানো হয়েছে।
প্রতিক্ষণ/এডি/জহির