ভারতে গ্যাস ট্যাংকার লিক হয়ে নিহত ছয়
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পাঞ্জাব প্রদেশে এ্যামোনিয়া গ্যাস ট্যাংকার লিক হয়ে অন্তত ছয় জনের প্রাণহানি হয়েছে। শনিবার এই গ্যাস দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।
খবরে বলা হয়, লুধিয়ানা থেকে ২৫ কিলোমিটার দূরে দোরাহা বাইপাসে এক ফ্লাইওভারের নিচে গ্যাস ট্যাংকারটি ধাক্কা খায়। এতে ট্যাংকার লিক হয়, বেরিয়ে পড়ে বিষাক্ত গ্যাস এ্যামোনিয়া।
দোরাহা পুলিশের স্টেশন হাউজ অফিসার রাজনিশ কুমার সুদ বলেছেন, শ্বাসের সঙ্গে এ্যামোনিয়া গ্যাস নেওয়ার কারণে ছয় জনের প্রাণহানি হয়েছে। প্রায় একশ মানুষ শ্বাস নিতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন।
আক্রান্ত ব্যক্তিদের দোরাহা, খান্না ও লুধিয়ানার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ট্যাংকারটির নিবন্ধন নম্বর থেকে বোঝা গেছে এটা গুজরাটের। লুধিয়ানা থেকে ট্যাংকারটি যাত্রা করেছিল।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর