ভারতে পদদলিত হয়ে নিহত ২৭

প্রকাশঃ জুলাই ১৪, ২০১৫ সময়ঃ ৪:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

indiaভারতের অন্ধ্র প্রদেশে এক ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে কমপক্ষে ২৭ পুণ্যার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। মঙ্গলবার সকালে অন্ধ্র প্রদেশের রাজাহমুন্দ্রি জেলার গোদাবরি নদীর তীরে ওই হতাহতের ঘটনা ঘটে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

এদিকে পুলিশ জানিয়েছেন, পুণ্যার্থীরা গোদাবরি নদীর তীরে ঐতিহ্যবাহী মহা পুশকারুলু উৎসবের জন্য সমবেত হলে হুড়োহুড়ি করে স্নান করতে যাওয়ার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে অধিকাংশই নারী।

ইতোমধ্যেই, ঘটনাস্থান পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এই ঘটনায় দু:খ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কুম্ভমেলার সমতুল্য অন্ধ্রের এই মেলা। ১২ বছর অন্তর অন্তর এই মেলার আয়োজন করা হয়।এর আগে ২০১৩ সালে একইভাবে পদদলিত হয়ে ১শ’১৫ জন নিহত হয়েছিলো।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G